স্বাস্থ্য পরামর্শ

আদার রসের উপকারিতা

১.আদার রস খেলে আহারে রুচি আসে এবং ক্ষুধা বাড়ে।

২. আদার রসে মধু মিশিয়ে খেলে কাশি সারে।

৩. আদা মল পরিষ্কার করে।

৪. আদার রসে পেটব্যথা কমে।

৫. আদা পাকস্থলী ও লিভারের শক্তি বাড়ায়।

৬. আদা স্মৃতিশক্তি বাড়ায়।

৭. আদার রস শরীর শীতল করে।

৮. আদা রক্তশূন্যতা দূর করে।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Reply

Back to top button