ভেষজ চিকিৎসা

গাছের বিভিন্ন অংশ থেকে তৈরি করা ওষুধ দিয়ে রোগ সারানো পদ্ধতিকে ভেষজ চিকিৎসা বলা হয়। গাছ-গাছালির ওষধি গুণ বিজ্ঞান-স্বীকৃত৷ মানুষ আদিকাল হতে তাদের বিভিন্ন রোগের চিকিৎসায় ভেষজ উদ্ভিদ ব্যবহার করে আসছে। ভেষজ উদ্ভিদের ব্যবহার সারা বিশ্বে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উদ্ভিদ হতে মানুষ ঔষধসহ প্রসাধন তৈরী করছে। বাণিজ্যিক স্বার্থে বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশের শতকরা ৮০ জন লোক গ্রামে বাস করে। গ্রামে বাস করা লোকজন তাদের প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যায় ভেষজ উদ্ভিদ যুগযুগ ধরে ব্যবহার করে আসছে। বাংলাদেশে প্রায় ৫০০০ উদ্ভিদ প্রজাতি পাওয়া যায়। এদের মধ্যে অনেকগুলিরই ভেষজ গুনাগুন বিদ্যমান রয়েছে। প্রকৃতপক্ষে কতগুলো উদ্ভিদের ভেষজ গুনাগুন রয়েছে তার সঠিক পরিসংখ্যান না থাকলেও প্রায় এক পঞ্চমাংশ উদ্ভিদের এই গুণাগুণ থাকতে পারে বলে ধারণা করা হয়।

Back to top button