খুলনা বিভাগ

অরুনিমা ইকো পার্ক, নড়াইল

৫০ একর জমির উপর প্রতিষ্ঠিত অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব (Arunima Resort Golf Club) স্থানীয় ভাবে অরুনিমা ইকো পার্ক নামেও পরিচিত। নড়াইল জেলার নারাগাতির পানিপাড়া গ্রামে অবস্থিত অরুনিমা ইকো পার্কে (Arunima Eco Park) মোট ১৯ টি ছোট বড় পুকুর ও একটি লেক আছে। আর লেকের মাঝে তৈরি করা হয়েছে একটি কৃত্রিম দ্বীপ, যেখানে রেস্টুরেন্ট, কটেজ এবং কনফারেন্স রুম নির্মাণ করা হয়েছে।

আউটডোর ও ইনডোর গেমসের মধ্যে এখানে আছে ব্যাডমিন্টন, গলফ, বাস্কেট বল, টেনিস, টেবিল টেনিস, দাবা এবং লুডু খেলার ব্যবস্থান। এছাড়াও রয়েছে নৌকা, ঘোড়ার গাড়ী এবং পার্কের নিজস্ব ভ্যান ও রিক্সার ব্যবস্থা।

অরুনিমা রিসোর্টের লেকের উপর নির্মাণ করা হয়েছে ৪ টি বাঁশের সেতু। পুকুর ও লেকে আছে নানা প্রজাতির মাছ। অথিতিরা চাইলে ১০০ টাকার বিনিময়ে এখানে বড়শি দিয়ে মাছ ধরতে পারেন আর শিশুদের মাছ ধরার জন্য লাগে ৩০ টাকা।

রাত্রিযাপনের জন্য অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে রয়েছে এস এম সুলতান হল, মধুমতি নবগঙ্গা কটেজ, রয়েল কজেট এবং দ্বীপ কটেজ। আর সভা, সেমিনারসহ যেকোন অনুষ্ঠান আয়োজনের জন্য এখানে আছে ২০০ থেকে ৭০০ মানুষের ধারনক্ষমতা সম্পন্ন কনফারেন্স রুম।

নানা রকম ফলজ, বনজ এবং ফুল গাছে সুসজ্জিত অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে প্রবেশ টিকিটের মূল্য ১০০ টাকা। তবে পিকনিক বা পার্টির আয়োজনের জন্য প্রবেশ টিকিটের উপর বিভিন্ন হারে ছাড়ের ব্যবস্থা থাকে। পার্কে আগত অতিথিদের নিরাপত্তা জন্য রয়েছে সুসজ্জিত নিরাপত্তারক্ষী।

যোগাযোগ:
ফোন: +88-02-9871527, +88-01972-786462, +88-01922-266611, +88-01927-86461
বুকিং: +88-01711-693788
হটলাইন: +88-01922-233311
ইমেইল: [email protected]
ওয়েবসাইট: www.arunimaresort.com

কিভাবে যাবেন

ঢাকা থেকে অরুনিমা ইকো পার্ক যেতে হলে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি ঘাট কিংবা মাওয়া দিয়ে পদ্মা নদী পাড়ি দিয়ে ভাঙা-ভাটিয়াপাড়া হয়ে দিঘলিয়া বাসস্ট্যান্ডে নামতে হবে। দিঘলিয়া বাসস্ট্যান্ড থেকে অটোরিকশায় করে মধুমতী নদীর পাড় অথবা গোপালগঞ্জ পুলিশ লাইন মোড়ে নেমে সিএনজিচালিত অটোরিকশায় চেপে সহজেই অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব যেতে পারবেন।

কোথায় থাকবেন

থাকার জন্য অরুনিমা রিসোর্টকেই বেছে নিতে পারেন। এছাড়া অন্য কোথাও রাত্রি যাপন করতে চাইলে গোপালগঞ্জ জেলায় চলে আসতে পারেন। অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব নড়াইল জেলায় অবস্থিত হলেও এখান থেকে গোপালগঞ্জ জেলা বেশ কাছেই। গোপালগঞ্জে থাকার জন্য বিভিন্ন মানের আবাসিক হোটেল পাবেন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Reply

Back to top button