খুলনা বিভাগ

স্বপ্নবীথি পিকনিক স্পট, নড়াইল

নড়াইল জেলার লোহগড়া উপজেলার রামপুরে স্বপ্নবীথি পিকনিক স্পট (Shopnobithi Picnic Spots) গড়ে তোলা হয়েছে। প্রায় ১২ একর জায়গার জুড়ে স্থাপিত এই বিনোদন কেন্দ্রটি ইতিমধ্যে দক্ষিণবঙ্গের সবচেয়ে সুন্দর পিকনিক স্পট হিসাবে সুনাম অর্জন করেছে। স্বপ্নবীথি পিকনিক স্পটের কাছেই রয়েছে নিরিবিলি পিকনিক স্পট নামে আরও একটি পারিবারিক বিনোদন কেন্দ্র। অনেকের কাছে স্বপ্নবীথি পিকনিক স্পট নিরিবিলি পিকনিক স্পট-২ নামে পরিচিত।

সবুজে ঢাকা স্বপ্নবীথি পিকনিক স্পটে আছে বিভিন্ন আকর্ষনীয় রাইড, মিনি চিড়িয়াখানা, মনোমুগ্ধকর ভাস্কর্য, রেস্তোরাঁ, বোট রাইডিং এবং কার পার্কিং ব্যবস্থা। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী চিত্তবিনোদনের উদ্দেশ্যে নড়াইল জেলা শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরের এই স্বপ্নবীথি পিকনিক স্পট ঘুরতে আসেন।

কিভাবে যাবেন

নড়াইল শহর থেকে বাস/সিএনজি/অটোরিকশায় চড়ে স্বপ্নবীথি পিকনিক স্পট যেতে পারবেন। রাজধানী ঢাকা থেকে মাওয়া এবং কালনা ফেরীঘাট হয়ে লোহাগড়া পেরিয়ে ১ কিলোমিটার সামনে এগুলেই স্বপ্নবীথি পিকনিক স্পটের প্রবেশ পথ দেখতে পাবেন।

ঢাকার গাবতলী থেকে নড়াইলগামী বাসের মধ্যে হানিফ এন্টারপ্রাইজ, ঈগল পরিবহন, সাদ সুপার ডিলাক্স পরিবহন উল্লেখ্যযোগ্য। এসব বাসে করে নড়াইল যেতে জনপ্রতি ৪৫০ থেকে ৫০০ টাকা ভাড়া লাগে।

কোথায় থাকবেন

স্বপ্নবীথি পিকনিক স্পটে আবাসিক সুবিধা না থাকলেও কাছে অবস্থিত নিরিবিলি পিকনিক স্পটে রাত্রিযাপনের সুযোগ রয়েছে।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Reply

Back to top button