রাজশাহী বিভাগ

খনিয়াদিঘি মসজিদ, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে অবস্থিত খনিয়াদিঘি মসজিদ (Khoniadighi Mosque) বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন। চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হতে খনিয়াদিঘি মসজিদের দূরত্ব ৩৬ কিলোমিটার। স্থানীয় মানুষের কাছে প্রাচীন এই মসজিদটি রাজবিবি মসজিদ এবং চামচিকা মসজিদ নামে সুপরিচিত। ১৪৫০ থেকে ১৫৬৫ খ্রিস্টাব্দে গৌড় রাজধানী থাকাকালীন সময়ে খনিয়াদীঘি মসজিদটি নির্মাণ করা হয়।

খনিয়াদিঘি মসজিদের দৈর্ঘ ৬২ ফুট এবং প্রস্থ ৪২ ফুট। টেরাকোটা ও ইটের নকশায় অলংকৃত মসজিদের পিলার ও কার্নিশে পাথরের ব্যবহার লক্ষ করা যায়। মুঘল স্থাপত্যশৈলীতে নির্মিত খনিয়াদিঘি মসজিদের মূল বর্গাকৃতির কক্ষের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ২৮ ফুট। মসজিদের দেয়াল প্রায় ৭ ফুট চওড়া ফলে প্রচন্ড গরমেও মসজিদের ভিতরের পরিবেশ শীতল থাকে। মূল মসজিদের ছাদের একটি বিশালাকার গম্বুজ এবং বারান্দার ছাদে ৩ টি ছোট আকৃতির গম্বুজ রয়েছে। আর মসজিদের পাশে অবস্থিত বিশালাকারের দিঘীর নাম খনিয়া দিঘি।

যাওয়ার উপায়

চাঁপাইনবাবগঞ্জ যাবার সহজ উপায় বাসে করে যাওয়া। ঢাকার কল্যানপুর ও গাবতলী থেকে দেশ ট্রাভেলস, ন্যশনাল ট্রাভেলস, গ্রামীন ট্রাভেলস, তুহিন এলিট এর এসি ও নন এসি বাস সরাসরি চাঁপাইনবাবগঞ্জ যায়। নন-এসি বাস ভাড়া ৫৬০ টাকা এবং এসি বাসের ভাড়া ১১০০ টাকা। চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর হতে মাহেন্দ্র বা সিএনজি ভাড়া নিয়ে সহজেই খনিয়াদিঘি মসজিদ যাওয়া যায়।

এছাড়া ঢাকা থেকে ট্রেনে রাজশাহী গিয়ে সেখান থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় যাওয়ার বাসে করে যেতে পারবেন। তবে একদিনের ভ্রমণ করতে চাইলে সরাসরি বাসে যাওয়াই ভালো। সেক্ষেত্রে আগের দিন রাতে রওনা হয়ে পরিদিন সকালে পৌঁছে যাবেন, সারাদিন ঘুরে সন্ধ্যার বাসে ঢাকার উদ্দেশে রওনা হতে পারবেন।

কোথায় থাকবেন

আপনার যদি রাতে থাকার প্রয়োজন হয় সেইক্ষেত্রে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে থাকার জন্যে মোটামুটি মানের বেশকিছু হোটেল আছে। উল্লেখযোগ্য হোটেলের মধ্যে রয়েছে হোটেল রোজ, হোটেল আল নাহিদ, হোটেল স্বপ্নপুরী, নবাবগঞ্জ বোডিং এবং হোটেল রংধনু। তবে পরিবেশ তেমন ভাল না। ভালো কোথাও থাকতে চাইলে আপনার রাজশাহী শহরে চলে আসতে হবে। রাজশাহী শহরে বাংলাদেশ পর্যটন করপোরেশনের মোটেলে ১৯০০ থেকে ৪৬০০ টাকায় বিভিন্ন মানের রুম পাবেন। অন্যান্য আবাসিক হোটেলের মধ্যে হোটেল হক্স ইন, নাইস ইন্টারন্যাশনাল, মুক্তা ইন্টারন্যাশনাল, ডালাস ইন্টারন্যাশনাল শুকরান ইত্যাদি হোটেলে ৫০০ থেকে ৩০০০ টাকায় রুম পাবেন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Reply

Back to top button