খুলনা বিভাগ

জেস গার্ডেন পার্ক, যশোর

যশোর জেলা শহর থেকে মাত্র ৩ কিলোমিটার দূরত্বে বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের কাছে সুন্দর ও নিরিবিলি পরিবেশে জেস গার্ডেন পার্ক (Jess Garden Park) অবস্থিত। ১৯৯২ সালে মরহুম এ. এস. এম হাবিবুল হক চুনি প্রায় ১২ একর জমির উপর পার্কটি প্রতিষ্ঠা করেন।

চিত্তবিনোদনের জন্য জেস গার্ডেন পার্কে রয়েছে বাচ্চাদের খেলাধুলার জন্য প্লেগ্রাউন্ড, শিশু পার্ক, নাগরদোলা, চেয়ার চরকি, ঘোড় চরকি, মিনি ট্রেন, প্যাডেল বোট, নামাযের স্থান, ক্যান্টিন এবং আধুনিক সুবিধা সম্বলিত টয়লেট। আগত দর্শনার্থীদের আনন্দ দিতে পার্কে অবস্থিত পদ্মফুল ফোটা জলাশয়ে কুমির ও বকের ভাষ্কর্য তৈরি করা হয়েছে। এছাড়া পার্কের বিভিন্ন স্থানে ছড়িয়ে রাখা আছে বিশালাকারের ঘোড়া, হাতি, বাঘ, সিংহ, ক্যাঙ্গারু, বনমানুষের খেলনা।

সুশীতল ছায়া ঘেরা জেস গার্ডেন পার্কের মিনি চিড়িয়াখানায় বাঘ, হরিণ, কুমির, ভল্লুক, ময়ুর, খরগোশ, অজগর সাপ সহ বিভিন্ন ধরনের পাখি রয়েছে। পিকনিক আয়োজনের জন্য ডেকোরেটার ও রান্না ব্যবস্থার পাশাপাশি জেস গার্ডেন পার্কে আছে ২৫টি পিকনিক ছাউনি, বিশ্রামের জন্য ১০টি গোলঘর, সার্বক্ষণিক নিরাপত্তা এবং গাড়ি পাকিংয়ের সুব্যবস্থা। এছাড়া ভিআইপিদের জন্য পার্কে বিশেষ রেস্ট হাউজ রয়েছে।

জেস গার্ডেন পার্কের খরচ

জেস গার্ডেন পার্ক সপ্তাহের ৭ দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। পার্কে প্রবেশ টিকেটের মূল্য ৪০ টাকা এবং মিনি চিড়িয়াখানার টিকেটের মূল্য ১০ টাকা। এছাড়া পার্কের বিভিন্ন রাইডে চড়তে রাইড ভেদে জনপ্রতি ১০ থেকে ৫০ টাকা লাগে।

জেস গার্ডেন পার্কে ৫০ থেকে ১০০ জনের পিকনিকের জন্য বনোরুপা বাংলো ভাড়া নিতে ৫০০০ থেকে ৭০০০ টাকা খরচ হবে। আর ৫০-১০০ জনের জন্য বনোবিলাশ বংলো ভাড়া নিতে লাগবে ৬০০০-৮০০০ টাকা।

যোগাযোগ
বাহাদুরপুর, যশোর
মোবাইল: 01711-385257
ওয়েবসাইট: jessgardenpark.com

কিভাবে পার্কে যাবেন

জেস গার্ডেন পার্কে যেতে চাইলে প্রথমে যশোর জেলা শহরের উপশহর বাসস্টান্ড এলাকায় আসতে হবে। উপশহর বাসস্ট্যান্ড হতে ইজিবাইজে বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের সামনে নেমে মিনিট পাঁচেক হাটলেই জেস গার্ডেনে পৌঁছে যাবেন। ইজিবাইকের ভাড়া লাগবে ১০ থেকে ১৫ টাকা। আর যদি ইজি বাইক রিজার্ভ নিতে চান তবে ৪০ থেকে ৫০ টাকা খরচ হবে।

ঢাকা থেকে বাসে যশোর : রাজধানী ঢাকা থেকে সড়ক, রেল এবং আকাশপথে যশোর যাওয়ার সুযোগ রয়েছে। ঢাকার কল্যাণপুর, গাবতলী এবং কলাবাগান থেকে সোহাগ, হানিফ, এসপি গোল্ডেন লাইন, এম.আর এন্টারপ্রাইজ, দেশ ট্র্যাভেলস, একে ট্র্যাভেলস, গ্রিন লাইন, শ্যামলী ও ঈগল পরিবহণের বেশকিছু এসি/নন-এসি বাস চলাচল করে। যশোরগামী নন-এসি বাসে ভাড়া ৪৮০-৭০০ টাকা এবং এসি বাসের ভাড়া ৭৫০-২০০০ টাকা।

ঢাকা থেকে ট্রেনে যশোর :  ঢাকার কমলাপুর রেলওয়ে ষ্টেশন থেকে বুধবার ছাড়া সপ্তাহের অন্য ৬ দিন সকাল ৮ টা ১৫ মিনিটে আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেন যশোর অভিমুখে যাত্রা করে এবং চিত্রা এক্সপ্রেস নামে অন্য একটি আন্তঃনগর ট্রেন সোমবার ছাড়া সপ্তাহের বাকি ৬ দিন সন্ধ্যা ৭ টা ও বেনাপোল এক্সপ্রেস বুধবার ছাড়া সপ্তাহের বাকি ৬ দিন রাত ১১ঃ১৫ মিনিট এ যশোরের জন্য যাত্রা করে। শ্রেণিভেদে ট্রেনের টিকেটের মূল্য ৪৫৫-১৬২০ টাকা।

এছাড়া ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ডোমেস্টিক টার্মিনাল থেকে বাংলাদেশ বিমান, ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং নভোএয়ার নিয়মিত ভাবে ঢাকা-যশোর রুটে ফ্লাইট পরিচালনা করে।

কোথায় থাকবেন

যশোর শহরে থাকার হোটেল গুলোর মধ্যে উন্নতমানের হোটেল গুলোর মধ্যে আছে হোটেল সিটি প্লাজা ইন্টারন্যাশনাল, হোটেল হাসান ইন্টারন্যাশনাল, জাবির ইন্টারন্যাশনাল হোটেল, হোটেল আর.এস ইন্টারন্যাশনাল, হোটেল শামস ইন্টারন্যাশনাল ইত্যাদি। এছাড়া রাতে থাকার জন্য যশোরে বেশকিছু সরকারি রেস্ট হাউস এবং মোটামুটি মানের আরও বেশ কিছু হোটেল আছে।

কোথায় কি খাবেন

যশোর আসলে এখানকার বিখ্যাত জামতলার মিষ্টি, খেজুরের গুড়ের প্যারা সন্দেশ ও ভিজা পিঠা মিস করা মোটেও উচিত হবে না। এছাড়া চার খাম্বার মোড়ের ‘জনি কাবাব’ থেকে কাবাব, ফ্রাই, চাপ বা লুচি খেতে পারেন। সেই সাথে ধর্মতলার মালাই চা এবং চুক নগরের বিখ্যাত চুই ঝাল খাবারের স্বাদ থেকে নিজেকে বঞ্চিত করার কোন মানে নেই!

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Reply

আরিও দেখুন
Close
Back to top button