খুলনা বিভাগ

নড়াইল বাঁধা ঘাট, নড়াইল

নড়াইল শহর থেকে ৩ কিলোমিটার দূরে ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন চিত্রা নদীর পাড়ে ঐতিহ্যবাহী নড়াইল বাঁধা ঘাট (Narail Badha Ghat) বা বাঁধানো ঘাট অবস্থিত। ভারতের গঙ্গা নদীর তীরে একই আদলে আরও একটি ঘাট নির্মাণ করা হয়েছে। নৌপরিবহন ও নদীর তীরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য নড়াইলের জমিদার এই বাঁধা ঘাট নির্মাণ করেন। স্থানীয়দের কাছে এটি রাজবাড়ী ঘাট হিসেবে পরিচিত।

গ্রীক স্থাপত্য রীতিতে ডোরিক কলামের উপর নির্মিত ছাউনিটি বাঁধা ঘাঁটের মূল আকর্ষণ। ঘাটের পাশে আছে জমিদারের বাসভবন। বর্তমানে জেলার স্থানীয় বাসীন্দারা বিকেলের অবসর সময় কাটাতে বাঁধা ঘাট ঘুরতে আসেন।

কিভাবে যাবেন

ঢাকা থেকে বাসে চড়ে পাটুরিয়া কিংবা মাওয়া হয়ে নড়াইল জেলায় যাওয়া যায়। ঢাকার গাবতলী, সায়েদাবাদ, নবিনগর ও মহাখালী বাস টার্মিনাল থেকে ঈগল পরিবহন, হানিফ  এন্টারপ্রাইজ ও এ কে ট্রাভেলস এর বাসে করে নড়াইল যেতে জনপ্রতি ৪৫০-৫০০ টাকা ভাড়া লাগবে। নড়াইল জেলা শহর পৌঁছে স্থানীয় যানবাহনে বাঁধা ঘাট যেতে পারবেন।

কোথায় থাকবেন

নড়াইলে রাতে থাকার আবাসিক হোটেলের মধ্যে ডলফিন, সম্রাট, মর্ডান, অরুনিমা রিসোর্ট ও চিত্রা রিসোর্ট উল্লেখযোগ্য।

কোথায় খাবেন

নড়াইল শহরের জিরো পয়েন্ট ও লোহাগড়ায় ভাল কিছু খাওয়ার হোটেল ও রেস্টুরেন্ট আছে।

নড়াইল জেলার দর্শনীয় স্থান

নড়াইলের অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে স্বপ্নবীথি পিকনিক স্পট, চিত্রা রিসোর্ট, এস এম সুলতানের বারী, নিরিবিলি পিকনিক স্পট ও অরুণিমা ইকো পার্ক অন্যতম।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Reply

আরিও দেখুন
Close
Back to top button